বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ এর পথসভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) যশোর সদর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ এর আমাকে উপজেলার ৭ নম্বর চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী ও পথসভায় অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈগল প্রতীকের প্রার্থী বাবু মোহিত কুমার নাথ। তিনি বলেন, যশোর সদরের মানুষের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের, আশাকরি এবার তারা আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করবেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, চূড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, বক্তব্য রাখেন সাবেক মেম্বর আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান লালটু, সাবেক মেম্বর এনামুল হক, সাবেক মেম্বর কালু ও সাবেক মেম্বর আব্দুর রাজ্জাক। বক্তরা বলেন, আগামী ৭ তারিখে সবাই নিজ নিজ দায়িত্বে পরিবার পরিজন সাথে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com