বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে আ.লীগের প্রার্থী বদলের গুঞ্জন!

সিলেট প্রতিনিধি॥

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপিকে বদলে মহাজোঠের শরীক দলের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন দেয়ার গুঞ্জন চাউর হচ্ছে।’

বৃহস্পতিবার রাতে জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিকট আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের বিষয়টি চুড়ান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত করেন সদ্য বিএনপি থেকে বিকল্পধারায় যোগদানকারী অ্যধাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।’

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, সুনামগঞ্জ- ১ আসনে মহাজোঠের প্রার্থী হিসাবে আমি প্রার্থী হচ্ছি বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি আরো বলেন, ৫টি আসন আওয়ামী লীগ যুক্তফ্রন্টকে দিয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে আমি, মৌলভীবাজার-২ আসনে এমএম শাহিন, মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, লক্ষীপুর-৪ আসনে মেজর অবসরপ্রাপ্ত এমএ মান্নান, নীলফামারী-১ আসনে জাবেল রহমান গানী যুক্তফ্রন্ট থেকে মহাজোঠের প্রার্থী হচ্ছেন।

অপর একটি সুত্র জানায়, বিএনপি থেকে বিকল্প ধারায় যোগদানকারী অন্যতম হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী শমসের মবিন চৌধুরীর জন্য সিলেট -৬ আসন নিয়ে দরকষাকষি চলছে। এমন আভাসই পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিকল্পধারা নেতৃবৃন্দের কাছ থেকে।

উল্লেখ্য, বুধবার ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিকল্পধারা মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিএনপি ছেড়ে বিকল্পধারায় যোগ দেওয়া ডা. রফিকুল ইসলাম চৌধুরী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ৯৪ হাজার ৪৯৮ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের নিকট পরাজিত হন। পরবর্তী ২০১৪ সালে বিএনপি বিহিন নির্বাচনে ফের মোয়াজ্জেম হোসেন রতন এমপি নির্বাচিত হন।’ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফের এমপি রতন আওয়ামলীগের মনোনয় পেয়ে এ আসনে প্রার্থী হয়েছেন।’ ডা. রফিকের মনোনয়নপত্র দাখিল ও প্রার্থীতার ব্যাপারে সরব প্রচারনায় ভোটের মাঠে শেষ পর্য্যন্ত মহাজোটের শরিক দল বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের কারণেই কী বদলে যেতে পারে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের এমপি রতনের প্রার্থীতা? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।’

তৃণমুল আওয়ামীলীগের অনেক স্থানীয় নেতৃবৃন্ধ ডা, রফিকের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, মোয়াজ্জেম হোসেন রতন এ আসনের পরপর দু’বারের নির্বাচিত এমপি শেষ সময়ে তার প্রার্থীতা পরিবর্তন একেবারেই অমুলক। এ আসনে আওয়ামীলীগ প্রার্থী এমপি রতন না মহাজোঠ থেকে যুক্তফ্রন্টের প্রার্থী অধ্যাপক ডা. রফিক নির্বাচনী মাঠে থাকবেন তা জানতে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্য্যন্ত অপেক্ষাই করতে হবে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদেরকে।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপির বক্তব্য জানতে বৃহস্পতিবার রাতে তার ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করলেও তিনি কল রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com