বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা॥ দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিনাজপুরের বিরল প্রেসক্লাবের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে বিরল উপজেলা পরিষদের সন্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী সাংবাদিকদের মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য মোজাম্মেল হক শামু, সুবল রায় ও আতিউর রহমান।
বক্তারা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনতি বিলম্বে দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় আমলা কর্তৃক এ জঘন্যতম ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী এ মানববন্ধন থেকে জানানো হয়েছে।