সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শ্রীপুরে সার্ভে ট্রেনিং সার্টিফিকেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি॥ গাজীপুরের শ্রীপুরে উত্তরা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট এর পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ সার্ভেয়ারদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বাদ জুম্মা প্রতিষ্ঠানের সভাপতি মো: শামীম হোসেন সিনিয়র প্রশিক্ষকের পরিচালনায় সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য পর্বে সংশ্লিষ্ট উপস্থিতি ও অতিথি বৃন্দ বিশেষ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. চিসতি আলমগীর, উপদেষ্টা শ্রীপুর সার্ভে কল্যান ঐক্য পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে চিশতী আলমগীর অত্র প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ও পেশাদার সার্ভেয়ারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এ পেশা একটি স্বচ্ছ ও স্বনির্ভর পেশা, তাই এ পেশায় নিয়োজিত সবাই সত্য, নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। সাধারণ জনগণ ভূমি ও জরিপ সংক্রান্ত সম্পর্কে অনেক কিছুই অবগত নন। সাধারণ জনগণ আপনাদের দ্বারা যেন কোনরকম কোন অস্বস্তিকর মূলক পরিস্থিতিতে না পড়ে, আপনাদের নিজ নিজ কর্তব্য পালনের সময় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সামসুল আলম রিপন, ভারপ্রাপ্ত সভাপতি শ্রীপুর সার্ভে কল্যান ঐক্য পরিষদ, হাকিম মাওলানা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক শ্রীপুর সার্ভে কল্যান ঐক্য পরিষদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহনকারী উত্তীর্ণ সার্ভেয়ার বৃন্দ সহ নতুন ও পুরাতন ব্যাচের স্বনির্ভর পেশাদার সার্ভেয়ার গন ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উত্তীর্ণ সার্ভেয়ারদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com