মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সাব-রেজিষ্ট্রারের দূর্নীতি, কাজি নিয়োগে মামলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিষ্ট্রারের দূর্নীতি, কাজি নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মেয়রের মামলা। নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালিন নিষেধাজ্ঞা জারী করেছে আদালত।

রোববার (২ জানুয়ারী) সাব-রেজিষ্ট্রার শফি আকরামুজ্জামান জবাব দাখিল করেন বিজ্ঞ আদালতে।

মামলা সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে নিকাহ রেজিষ্ট্রার পদটি শূন্য থাকায় ১জন ও পৌরসভায় ২জন কাজি নিয়োগ হওয়ার কথা। কিন্তু গেজেট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু না করেই নিয়োগ কমিটির সদস্য সচিব সাব-রেজিষ্ট্রার শফি আকরামুজ্জামান দূর্নীতির আশ্রয় গ্রহণ করে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গেজেটে প্রার্থীর বয়স ৩৫ বছর উল্লেখ থাকলেও গোপন বিজ্ঞপ্তিতে ৪০ বছর উল্লেখ করা হয়েছে। নিয়োগ কমিটির উপদেষ্টাদের দপ্তরের বিজ্ঞপ্তির নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও তা তিনি করেননি। নিয়োগ কমিটির উপদেষ্টা ইউএনও’র কার্যালয়ে রেজ্যুলেশন দেখানো হলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন স্টিভের স্বাক্ষর নেই রেজ্যুলেশনে। তাছাড়া সেই রেজ্যুলেশনে আরেক উপদেষ্টা পৌর মেয়র মোস্তাফিজুর রহমানেরও স্বাক্ষর নেই।

সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া না করায় কমিটির উপদেষ্টা পৌর মেয়র মোস্তাফিজুর রহমান দেওয়ানী কার্যবিধি ৩৯ অর্ডার ১ রুল ও ১৫১ ধারামতে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে অন্তর্বর্তীকালিন নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বিজ্ঞ আদালত ২ দিনের মধ্যে কারন দর্শাইবার জন্য সাব-রেজিষ্ট্রারকে নির্দেশ প্রদান করেন। কিন্তু চতুর সাব রেজিঃ সন্তোষজনক জবাব দাখিল না করে সময়ের আবেদন করেন। ২ জানুয়ারী জবাব দাখিলের জন্য আবারো তারিখ নির্ধারণ করেন।

এদিকে নিকাহ রেজিষ্ট্রার নিয়োগে অনেক প্রার্থী মোটা অংকের অর্থ প্রদান করেছেন মর্মে এলাকায় গুঞ্জন উঠেছে। এ ব্যাপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, আমার পৌরসভায় নিকাহ রেজিষ্ট্রার নিয়োগ হবে দূর্নীতির আশ্রয়ে এবং অনিয়মভাবে তা মেনে নেওয়ার মতো নয়। তাই আমি আদালতের আশ্রয় গ্রহণ করেছি। উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, আমার অফিসে নিয়োগ কমিটির সভা দেখানো হলো অথচ আমার স্বাক্ষর নেই, বিষয়টি বুঝে নেন। যে কোন অনিয়ম আল্লাহ সহ্য করবে না, মেয়রকে স্বয়ং আল্লাহ আমার হয়ে আদালতে পাঠিয়েছেন।

এ প্রসঙ্গে নিয়োগ কমিটির সদস্য সচিব সাব-রেজিষ্ট্রার শফি আকরামুজ্জামান মুঠোফোনে বলেন, যেহেতু কোর্টে মামলা হয়েছে, নিয়ম অনিয়মের বিষয়টি কোর্ট বুঝবে। তাছাড়া আজকে রবিবার কোর্টে জবাব দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com