শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র যোগদান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে ১৩ মার্চ নবাগত ইউএনও মৌসুমী আফরিদা দায়িত্ব গ্রহণ করেন। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান দায়িত্ব অর্পণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ প্রজ্ঞাপন সূত্রে জানাযায়,বে-সরকারি হিসাব পদ্ধতির ৪৭ নং অনূচ্ছেদের বিধি মোতাবেক দায়িত্ব গ্রহন ও অর্পণ করা হয়। এ প্রসঙ্গে নবাগত ইউএনও মৌসুমী আফরিদা বলেন,তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বিসিএস এর ৩০ তম ব্যাচে পাশ করে প্রথম ভারপ্রাপ্ত ইউএন ও হিসাবে নবাবগঞ্জ উপজেলার চাকুরি করেছেন। দায়িত্ব অর্পণ কারী কর্মকর্তা ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান পদন্নতি পেয়ে নীলফামারি জেলায় এডিসি হিসাবে যোগদান করবেন। এসময় নতুন ইউএনও ফুলের তোড়া দিয়ে বিদায় জানান এবং পূর্বের ইউএনও নবাগত ইউএনকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com