বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

রাণীশংকৈলে করোনার উপসর্গ নিয়ে শিশু আইসোলেশনে ভর্তি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরের বাঁশবাড়ি গ্রামে ৭ বছরের শিশু করোনার উপসর্গ নিয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) রাণীশংকৈল হাসপাতালে ভর্তি হয়েছে।

এঘটনায় উপজেলা প্রশাসন বাঁশবাড়ি গ্রামে আশপাশের প্রত্যেকটা বাড়িতে লাল পতাকা টাংঙ্গিয়ে দিয়ে তাদের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ এপ্রিল জ্বর, সর্দি, কাশি নিয়ে শিশু কন্যা মিম তার দাদির সাথে হাসপাতাল বর্হিবিভাগে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। গতকাল শুক্রবার শিশু মিমের পজেটিভ আসলে চিকিসৎকরা তাদের খুঁজতে থাকেন, অবশেষে শনিবার সকালে সন্ধান পেয়ে তাকে হাসপাতাল আইসোলেশনে ভর্তি করেন।

এ প্রসঙ্গে, আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, পৌর শহরের বাঁশবাড়ি গ্রামে মামুনের ৭ বছরের শিশু কন্যা মিম ও তার মাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। পাশের বাড়ির লোকজনের ও নমুনা সংগ্রহ করা হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আশপাশের প্রত্যেকটা বাড়িতে লাল পতাকা টাংঙ্গিয়ে দেওয়া হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com