মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

রাণীশংকৈলের বেইলী ব্রীজটি যেনো মরণফাঁদ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: দীর্ঘদিন ধরে রয়েছে সেই একই অবস্থায়, হচ্ছে না কোন রকমের সংষ্কার। যার ফলে দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে রাণীশংকৈল শহরের অদূরে হরিপুর সড়কের রামপুরে অবস্থিত বেইলী সেতুর লোহার পাতগুলো। এই বেইলী ব্রীজটি সংষ্কারের অভাবে দিনের পর দিন বেহাল দশার দিকে চলে যাচ্ছে। বর্তমানে সেটি দাঁড়িয়েছে মরণ ফাঁদ হিসেবে।

এলজিইডি সূত্রে জানা যায়, এই ব্রীজটি সড়ক ও জনপদ বিভাগের। হরিপুর হতে ঠাকুরগাঁও যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় সওজ উক্ত ব্রীজটি নির্মাণ করে। ভারী যানবাহন সহ মাল বোঝাই যানবাহন চলাচলের কারনে কিছুদিনের মধ্যেই ব্রীজের পাটাতনে লোহার পাতগুলো বেঁকে যায় ও খুঁটিগুলো নড়বড়ে হয়ে যায়। কিছুদিন আগে কয়েকবার দূর্ঘটনা ঘটে এখানে এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে। সওজ ব্রীজের ভাঙ্গা অংশে লোহার নতুন পাটাতন বসিয়ে দিলেও কোন লাভ হয়নি। ব্রীজের দুই পাশে লিখে দেয়া হয় সাবধান বাণী। ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকা সত্বেও হরিপুর হতে ঠাকুরগাঁও যাওয়ার বিকল্প কোন রাস্তা না থাকায় এই সড়কের উপর দিয়েই সব ধরনের যানবাহন চলাচল করে।

এক বছর আগে কয়েকটি লোহার পাটাতন বসানো হয়েছিল আর ব্রীজের দুই পাশে লিখে দেয়া হয়েছে সাবধান সামনে ঝুঁকিপূর্ণ ব্রীজ। ভারী যানবাহন চলাচল নিষেধ কিন্তু ওই সাবধান বাণী কোন কাজে আসছে না। রাণীশংকৈল উপজেলার কয়েকটি ইউনিয়ন ও হরিপুর উপজেলা হতে রাণীশংকৈল-ঠাকুরগাঁও যাতায়াতের প্রধান সড়কের উপরই বেইলী সেতু ঝুঁকিপূর্ণ জানার পরেও চালকরা বাধ্য হয়েই ব্রীজটি দিয়ে চলাচল করছে।

এছাড়াও এ পথে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় হাট যাদুরানী হাট রয়েছে। ৮নং নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার বলেন, অনেক আগে একবার সংষ্কার করা হয়েছিল সেতুটির তারপর আর হয়নি। ব্রীজটির লোহার পাতগুলো এখন আরো বেশি করে ফাঁকা হয়ে গেছে। যেকোন সময় আবার বড় ধরনে দূর্ঘটনা ঘটতে পারে।

এলাকার সাইফুল বলেন, আমাদের সন্তানরা প্রতিদিন এই সেতুর উপর দিয়ে স্কুলে যাতায়াত করে। সেতুতে যে পাতগুলো রয়েছে সেগুলো অনেক বেশি করে সরে পড়েছে। বাচ্চারা যে কোন সময় ফাঁক দিয়ে পড়ে যেতে পারে। বাংলাদেশের একমাত্র রাণীশংকৈল উপজেলায় তিনজন জাতীয় সংসদ সদস্য থাকার পরও আমাদের উপজেলার কোন উন্নয়নমূলক কর্মকান্ড দেখা যাচ্ছে না।

এই প্রতিনিধির প্রশ্নের উত্তরে প্রাক্তন ভিসি খলিফর জানান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, এই ব্রীজটির বিষয়ে সংসদে আলোচনা করে নতুন ব্রীজ নির্মাণ করার প্রস্তাব দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com