বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধি:: রাঙ্গামাটি শহরে ভেদভেদী এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক পিন্টু চাকমা (২২) এবং যাত্রী গরমিলা চাকমা (৪৫)।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চারজন গুরুতর আহত রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।