বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে ইউপিডিএফের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি:: রাঙ্গামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ির দুর্গম এলাকায় ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের দু’জন কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির সীমান্তবর্তী পক্ষিমুড়া এলাকার দুরছড়ী গ্রামের একটি বাড়িতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। এই সময় রহিন্তু চাকমা ওরফে টিপন (পোস্ট পরিচালক) গুরুতর আহত হন।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ইউপিডিএফ সদস্য সেখানের একটি বাড়িতে অবস্থান করছিলেন। এই সময় প্রতিপক্ষের অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা যান। তিনি আরো জানান, আহত রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি এই হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা দিয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সেখান থেকে তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com