শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। ইউপিডিএফ গণতান্ত্রিক ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের দুইকিলো নামক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, দুপুরে ৮ নং ওয়ার্ডের দুইকিলো নামক স্থানে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে শুনেছি।

বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান বলেন, দুই পক্ষের গোলাগুলিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকটি মরদেহ খোঁজা হচ্ছে।

এসআই আহসান আরও জানান, নিহতদের একজন সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির, অপরজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অনুসারী। গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com