শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঈশ্বরদীতে হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥

মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সদ্য সমাপ্ত পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সামনের এসব কর্মসূচিতে হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকাও দাহ করা হয়।

মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দৌযা বক্তাদের বক্তব্যে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে চ্যানেল আইয়ের ‘ট্যু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপিকে উদ্দেশ্য করে হাবিব শিষ্ঠাচার বহির্ভূত, ঔধ্যত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ এবং থুতু নিক্ষেপ করেন। এ ঘটনার পর থেকে ঈশ্বরদীতে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠে।

এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি’র নিকট ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের আব্দুর রহমান মিলন, যুবলীগ নেতা দোলন বিশ্বাস ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের হাবিবের খবর প্রকাশ বর্জন এবং টকশোতে আমন্ত্রণ না জানানোর আহব্বান জানানোও হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com