বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বান্দরবানে পাচারের সময় বিপন্ন ২ ভাল্লুক শাবক উদ্ধার, গ্রেফতার ১

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান আলীকদম থানার পুলিশ অভিযান চালিয়ে ২টি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করেছে। এসময় পাচারকারী মো. আলাউদ্দিন (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাচারকারী মো. আলাউদ্দিন আলীকদম ১নং ইউনিয়নের উত্তর পালং পাড়ার শামসুল আলমের ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার সৈকত শাহীন এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলীকদম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউপির শিবাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবচেতন অবস্থায় ২টি বন্যপ্রণী ভাল্লুকের বাচ্চা উদ্ধার করেন। এসময় ১টি মোটরসাইকেল ও পাচারকারী মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, আলীকদম থেকে উদ্ধারকৃত ২ টি ভাল্লুকের বাচ্চা জেলা পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বন্যপ্রাণী দুটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com