বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

বরিশালে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, একুেশর কন্ঠ : বরিশাল নগরীর বিমানবন্দর থানায় মোটর সাইকেল চুরির মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুায়ারি) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার উপ-পরিদর্শক মো. সগীর হোসেন এই মোটর সাইকেল উদ্ধার করেন।

মোটর সাইকেল চুরির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর থেকে স্থানীয় মো. আকাশ হোসেন ও মুকুল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে গত ১১ জানুয়ারি রাতে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন এক ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com