শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

ফুটওভার ব্রিজ রেখে হেটে ব্যস্ত মহাসড়ক পারাপার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পারাপারে দুর্ঘটনা এড়াতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাইপাস এলাকায় ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন একটি ফুটভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতো টাকা ব্যয়ে নবনির্মিত ওই ফুটওভার ব্রিজটি কোনো কাজে আসছে না। ব্রিজ রেখে ব্যস্ত মহাসড়ক ডিঙ্গিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা।

সরজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলা পরিষদ, কালিয়াকৈর থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একটি মাত্র সড়ক এটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে হাজারও পথচারীরা হেঁটে মহাসড়ক পারাপার হন। পারাপারের সময় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে শ্রীফলতলী বাইপাস এলাকায় কয়েক মাস আগে মহাসড়কের উপর ৭০ লাখ টাকা ব্যয়ে একটি ফুটওভার ব্রিজের নির্মাণ প্রকল্প হাতে নেয় সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি (সাসেক)। সম্প্রতি ফুটওভার ব্রিজ নির্মাণ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করে। তবে পথচারীরা ওই ব্রিজ ব্যবহার না করে মহসড়কের উপর দিয়েই হরহামেশা পারাপার হচ্ছেন।

আশরাফুল আলম নামে এক স্কুলশিক্ষক সড়ক পারাপারের সময় জিজ্ঞাসাবাদে জানান, ফুটওভার ব্রিজটি অনেক উঁচু। এপাশে লম্বা সিঁড়ি বেয়ে উঠতে হয়, আবার ওই পাশে নামতে হয়। এটি রীতিমত অনেকটা ঝামেলার। তাই সহজেই সড়ক দিয়ে পারাপার হলাম।

আঞ্জুমান সাথী সড়ক পার হয়ে যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তিনি জানান, সড়ক দিয়েই যখন পার হওয়া যায়; তখন এতো কষ্ট করে ব্রিজে উঠব কেন?

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার সভাপতি শাহজাহান মিয়া বলেন, জনগণের নিরাপত্তার জন্যই ব্রিজটি তৈরি করা হয়েছে। তাই সকলের উচিৎ আইন মেনে জীবনের ঝুঁকি না নিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হওয়া। সামান্য একটু সময় বাঁচাতে মৃত্যু ডেকে আনাটা সচেতন নাগরিকের কাজ নয়।

তবে এ বিষয়ে সাসেকের উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ব্রিজটির নির্মাণ কাজ শেষ। কিন্তু লোকজন ওই ব্রিজটি তেমন একটা ব্যবহার করছে না। তাই দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের ওই স্থানের দু’পাশে ৫০ ফিট দীর্ঘ ও উঁচু করে লোহার রেলিং বসানো হবে। যাতে করে ব্রিজ ছাড়া সড়ক পারাপারে আর কোন বিকল্প না থাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com