বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোসের উদ্যোগে এসএসসিতে ‌ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর পৌরসভার মেয়রের উদ্যোগে এসএসসি ‌ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১ টায় শহরের গোয়ালচামটে অবস্থিত বীরশ্রেষ্ঠ ‌ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়াম এ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে জিপিএ ৫ প্রাপ্ত ‌ ৫৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ‌ ক্রেস্ট বিতরণ করা হয়।

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ‌ এম এ সামাদ , সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার ‌ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ‌ পান্না বালা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ‌ নাসিমা বেগম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, অভিভাবকদের পক্ষে ‌ বক্তব্য রাখেন ‌ নুরুল ইসলাম কাজল, ফরিদপুর পৌরসভার ‌১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, শিক্ষার্থীদের পক্ষে ‌ বক্তব্য রাখেন তাসমিয়া আফরিন ইভা,
সভায় বক্তারা ফরিদপুর পৌরসভায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির ভাষনে মেয়র অমিতাভ বোস বলেন ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারা দেশের নেতৃত্ব দিবে আজ তাদের ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা হচ্ছে। গত বছর ও এ ধরনের উদ্যোগ পৌরসভা গ্রহণ করেছিল।আগামীতে ‌ তা অব্যাহত থাকবে।

তিনি বলেন ‌শুধু একজন ভালো শিক্ষার্থী হলে হবে না একজন ভালো মানুষ হতে হবে। তিনি ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার গৃহীত ‌বিভিন্ন কার্যক্রমের ‌ প্রশংসা করেন । এবং আগামী দিনে ‌ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক ‌কাজের ধারা ‌‌ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ‌ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী ছাড়াও ‌ বিভিন্ন স্কুলের ‌ শিক্ষার্থী এবং তাদের ‌ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com