শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) সকাল দশটায় ‌ ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে র‍্যালী ও কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী করা হয়।

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান। অন্যান্যের মধ্যে ‌ উপস্থিত ছিলেন ডাক্তার শাহিন আলম, (সম্প্রসারক)
প্রাণী সম্পদ অধিদপ্তর , ডাক্তার জিনাত ইসলাম, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মোল্লা , জেলা প্রাণিসম্পদ অফিসার সঞ্জিত কুমার বিশ্বাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্য কে সামনে রেখে এবারের দিবস পালন করা হয় ‌এর মাধ্যমে সাধারণ জনগণের গবাদিপশু পালনে আগ্রহ বাড়বে ও পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবে লাভবান হবে বলে সচেতন মহল আশা করে।

এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্গন এবং কুইজ প্রতিযোগিতায় জেলা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com