সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে::
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে অনেক বেশি পুরণ করেছে। কারণ আ’লীগ জনগণের দল। জনগণের কল্যাণেই আমরা কাজ করি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন তাই আজ দেশের এতো উন্নয়ন হচ্ছে। আমরা আশা করি যে কাজ গুলো বাকী রয়েছে এগুলো আমরা সম্পন্ন করতে পারবো।
সোমবার দুপুরে গোধূলী বাজারে ঠাকুরগাঁও পৌরসভা মেয়র মির্জা ফয়সল আমিন’র সভাপতিত্বে রাস্তা পুনঃনির্মাণ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রমেশ চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ অন্যান্যরা।
উল্লেখ্য, পৌরসভার বাস্তবায়নে “গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় পৌরসভার স্বর্ণকার পট্টি হতে মির্জা পাম্প পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পুনঃনির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।