রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

পুলিশ সুপারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

কালিয়াকৈর প্রতিনিধি:: হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের মহাসড়ক কেন্দ্রীক পুলিশিং সেবা কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পুলিশ সুপারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার বিকেলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম-এর চুক্তি সম্পাদন হয়।

এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, জনাব আতিকা ইসলাম, বিপিএম, ডিআইজি বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন এন্ড প্ল্যানিং)সহ বিভিন্ন রিজিয়নের পুলিশ সুপারগণ।

তাছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শৃঙ্খলা ফিরে পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে জনাব আলী আহমদ খান-এর সততা এবং সচ্ছতা সর্বত্রই প্রসংশিত হয়েছে এবং পুলিশ সুপারের সুদৃঢ় নেতৃত্বে মহাসড়কে যানবাহন চালক এবং মালিকদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com