বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী শরীফ জয়ী

আশরাফুল আবেদীন, পাবনা প্রতিনিধি:: পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ১২২ ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান।

গতকাল শনিবার (৩০ জানুয়ারি) পাবনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পাবনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এই ঘোষনায় জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান পেয়েছেন ২৭ হাজার ৯৬৯ ভোট। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। ফলে শরিফ উদ্দিন প্রধান ১২২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন ২৭৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com