শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
নরসিংদী প্রতিনিধি:: নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি দুইটির ৫’শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি।
সোমবার রাত ১২টার দিকে মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে ওই বাড়িটি ঘিরে রেখেছে। এদিকে জেলার শেখেরচরেও জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে সিটিটিসি ইউনিটের সদস্যরা।
জানা যায়, নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার দুটি বাড়িকে সোমবার সন্ধ্যা থেকেই জঙ্গি আস্তানা বলে সন্দেহ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত ১২টার দিকে বাড়ি দুটি ঘেরাও করে রাখে তারা। বাড়ি দুটিতে কমপক্ষে পাঁচজনের অবস্থান শনাক্ত করেছে পুলিশ।
কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অভিযানে যোগ দিয়েছে ঢাকা থেকে আসা সোয়াত টিম।
পুলিশ সূত্র জানায়, আস্তানাগুলোতে জঙ্গি রয়েছে এটা নিশ্চিত হয়েই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে পুলিশ আস্তানাগুলোতে কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু করতে পারে বলে জানা গেছে।
রাত দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।