শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ঘে নিহত ২

নরসিংদী প্রতিনিধি:: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কাচারিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার হিরণ মিয়া (৪৮) ও সাজিব (২০)।

রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ভোর ৪টার দিকে উপজেলার কাচারিকান্দিতে আধিপত্য বিস্তারের জের ধরে বড় শাহ আলম গ্রুপ ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com