বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে টঙ্গী ফায়ার সার্ভিস প্রত্যাশা ব্রিজসংলগ্ন তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো- তামজীদ (১০) বড় দেওরা ফকির মার্কেট এলাকার ওমর আলীর ছেলে ও হাসনাত টঙ্গী পশ্চিম থানা এলাকার হাসানের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরে প্রত্যাশা ব্রিজসংলগ্ন তুরাগ নদে গোসল করতে নেমে দুটি শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পরে ফায়ার সার্ভিসের খবর দেন। পরে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে আত্মীয়স্বজনের কাছে বুঝিয়ে দেন ফায়ার সাভিসকর্মীরা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিস জানান, লাশ দুটি ফায়ার সার্ভিস উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, শিশুরা তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে মারা যায়।