বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে চাঁদাবাজী না করার শপথ হাইওয়ে পুলিশের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য বুধবার দুপুরে চন্দ্রাস্থ হাইওয়ের অফিস কক্ষে পরিবহণ থেকে চাঁদাবাজী না করার শপথ নিয়েছেন। সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন সহ তার থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের মহাসড়কে কোন প্রকার অবৈধ কর্মকান্ড, মাসিক মাসোয়ারা না নেওয়ার বিষয়ে শপথ গ্রহণ করেন। পরে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে লিখিত ভাবে অঙ্গিকার নামা গ্রহণ করেন। সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন জানান,আমার থানার কোন পুলিশ সদস্যর বিরুদ্ধে কেউ এই ধরণের অনৈতিক কাজের তথ্য দিলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খান জানান, বুধবার সকালে প্রধান হাইওয়ের পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জুম মিটিংয়ের মাধ্যমে গাজীপুর, কুমিল্লাহ, সিলেট, মাদারীপুর ও বগুড়া রিজিয়ন এর সকল হাইওয়ে থানার ওসি ও ফাঁড়ীর ইনচার্জদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। জুম মিটিংয়ে হাইওয়ের অতিরিক্ত আইজিপি মিল্লিক ফখরুল ইসলাম নির্দেশ দিয়েছেন, রোজার ঈদে কোন পরিবহনকে সিগল্যাল দেওয়া যাবে না। সকল মাসিক মাসোহারা, অবৈধ লেনদেন করা যাবে না। রমজান মাসে কোন প্রকার গাড়ী সিগনাল দেওয়া যাবে না, সেই সাথে জনগন যাতে ইদে নির্বিঘ্নে বাড়ী যেতে পারে, তাহার ব্যবস্থা করতে হবে। হাইওয়ে পুলিশের সকল প্রকার অবৈধ লেনদেন মাসিক, মাসোয়ারা বন্ধ করার প্রতি কঠোর দিক নির্দেশনা প্রদান করেন। যদি কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবৈধ কাজ চাঁদাবাজি সহ মাসিক, মাসোয়ারা তুলার কোন তথ্য পাওয়া গেলে তাহলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ কারণেই সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ চাঁদাবাজি না করার শপথ নিয়ে সৎ নিষ্ঠাবান দায়িত্ব পালন করবেন বলে অঙ্গিকার নামা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com