সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও থেকে::

ঠাকুরগাঁও বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত দল।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য নিয়েছেন এই তদন্ত দলটি।

তদন্ত দলে উপস্থিত ছিলেন, তদন্ত কমিটির প্রধান স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মুহাম্মদ মোহসিন চৌধুরী, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লেঃ কর্ণেল মোর্শেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নুর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ।

হতাহতের ঘটনায় আহতদের কাছে ঘটনার বিবরন ও সাক্ষ্য গ্রহন শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানান তদন্ত দলটি।

এদিকে আহত ব্যক্তিদের দাবি এখনো পর্যন্ত তাদেরকে আর্থিকভাবে কোন সহযোগিতা করা হয়নি। সেই সাথে দোষি ব্যক্তিদের বিচারের দাবিও জানান তারা।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব জাকির হোসেন জানান, এর আগেও আমার এসেছিলাম তদন্ত। সে সময়ে যারা আহত ছিলো তাদের সাথে কথা বলা হয়নি। তাই আজ দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নেয়া হয়েছে আহত ব্যক্তিদের কাছ থেকে। তদন্তটি এখনো চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com