শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
আমি ভোট দিয়েছি, আপনিও ভোট দিন এ স্লোগানকে সামনে রেখে “জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা” এই দাবির সাথে একাত্ব পোষণ করে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে অনলাইন ভোটিং ক্যাম্পেইন।

২৮ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজে দেশের বহুজাতিক শিল্প গ্রুপ প্রাণ এর সহযোগিতায় এবং নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে “জাতিসংঘে বাংলা চাই” ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এর আগে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

পরে কলেজ মাঠে জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল এহ্সান রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সূচরিতা দেব, ইত্তেফাক জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী, সাংবাদিক জীবন হক, রহিম শুভ প্রমূখ।

এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল “জাতিসংঘে বাংলা চাই” দাবি আদায়ের জন্য জাগো নিউজের এ উদ্যোগকে প্রশংসার দাবি রাখে উল্লেখ করে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে কেনা ‘বাংলা ভাষা’। জাতিসংঘে বাংলাকে স্বীকৃতি আদায়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে এ কার্যক্রমে অংশগ্রহন করে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা প্রতিষ্ঠায় ‘জাতিসংঘে বাংলা চাই’ শ্লোগানকে সার্বজনীন আন্দোলনে রূপ দেয়ারও আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com