সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে::
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা হরিনারায়পুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ।
আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তাদুর রহমান হরিনারায়পুর গ্রামের মৃত আনিছুর রহমানে ছেলে।
ঠাকুরগাঁও থানার এসআই চিত্ত রঞ্জন জানায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমান জমিতে ঘর করে ছিল পারুল, রহিমা, নুরুল হক ও সোহেল। পরবর্তিতে মুক্তাদুর রহমান তার নিজ জমি দখল নিতে গেলে প্রতিপক্ষ পাল্টা মামলা করে। দীর্ঘদিন ধরে মামলা চলাকালিন সময়ে আবার নতুন করে জমিতে ঘর তুলে পারুল রহিমারা সেখানে বাধা দেয় জমির মালিক মুক্তাদুর রহমান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে মারা যায় জমির মালিক মুক্তাদুর রহমান। এ ঘটনায় পারুল ও নুরুল হককে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ।