সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

টঙ্গীতে ১৩-১৭ অক্টোবর সাদ পন্থীদের জোড় ইজতেমা

গাজীপুর প্রতিনিধি॥ বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। ইজতেমা সফল করার জন্য পুরানো সাথীদের নিয়ে এ জোড় এস্তেমা অনুষ্ঠিত হবে।

সাদ পন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি। পরবর্তীতে অনুষ্ঠিত হবে জোবায়ের পন্থীদের জোড় ইজতেমা।

রোববার (৩ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লিখিতভাবে জোড় ইজতেমার সার্বিক সহযোগিতার নিশ্চয়তা দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত একপত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলীগের মূল ধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের প্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা আয়োজনে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করা হবে বলে জানায়।

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবীর আহমেদ বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদ পন্থীদের জোড় ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোবায়ের পন্থীদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। বৃহত্তম এ জামায়াতে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ দুইপর্বে অংশগ্রহণ করেন। দেশি-বিদেশি মেহমানদের অংশগ্রহণের তাবলীগ জামাত এ ইজতেমার আয়োজন করেন। এই আয়োজনে বাংলাদেশ সরকার সবদিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে।

দিল্লির মাওলানা সাদ অনুসারী ইজতেমার মিডিয়া সমন্বয়কারী সায়েম জানান, আগামী পর্বে বিশ্ব ইজতেমা ডিসেম্বর মাসে অথবা আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর জানুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে। সেজন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরো জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবে দিল্লির মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com