বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

চাঁদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে চুরি হওয়া ৫টি মোটর সাইকেলউদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়নগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে শহরে বাবুরহাট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান।

পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, চাঁদপুর জেলায় পিবিআই কাজ শুরু করার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার ছায়া তদন্ত করে। তারই অংশ হিসেবে ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনৈক শরীফ গাজীর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চুরির ঘটনা ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে পিবিআই বিভিন্ন প্রযুক্তি এবং ইনটেলিজেন্সের মাধ্যমে উক্ত ঘটনার সংঘবদ্ধ চোরদের সনাক্ত করতে গ্রেফতার অভিযান অব্যাহত রাখে। পরে চুরির ঘটনায় সদর মডেল থানার মামলাটি পিবিআই’এ সিডিউল ভুক্ত হয়। আমরা চোর চক্রের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য পেয়েছি। এই চক্রের প্রধান ব্যক্তির পরিচয় জেনেছি। মোটর সাইকেল চোর চক্রের শতাধিক সদস্য রয়েছে। চুরি যাওয়া মোটর সাইকেলগুলো যেসব স্থানে রাখা হয় সেগুলোর তথ্য আমাদের হাতে এসেছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় এস.আই মো: আমিরুল ইসলাম মীরকে। তিনি একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করেন। ওই দলটি ২৩ ডিসেম্বর অভিযান করে নারায়নগঞ্জ থেকে ঘটনায় জড়িত চোর চক্রের সদস্য বাপ্পিকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে চক্রের সদস্য হাসান আহাম্মেদ ও রাজিবকে গ্রেফতার করা হয়। চক্রের দেয়া তথ্যানুযায়ী রাতে মতলবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com