বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিরাহীমপুর নামকস্থানে মঙ্গলবার সকালে দিনাজপুর টু বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা পিকাবভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাবভ্যানের চালক নিহত হয়।
অপর পিকাবভ্যানের দুইযাত্রী গুরুত্বর আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পিকাবভ্যানের নিহত চালক হলেন, ঢাকা গাজিপুর কালিয়াকোরের দেলোয়ার হোসেনের ছেলে আত্তাব হোসেন। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।