বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে দুই দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: রোববার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চত্বরে দুই দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক এক আলোচনা সভা হয়।

এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসাবে উুপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাফে খন্দকার সাহানসা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ধেরেন সরকার।

এর আগে মেলার ফিতা কেটে উদ্বোধন শেষে, বিজ্ঞন ও প্রযুক্তি মেলার ২৫টি ষ্টোল পরিদর্শন করেন, প্রধান অতিথি আঃ রাফে খন্দকার সাহানসা ও নির্বাহী অফিসার রাফিউল আলম। বিজ্ঞান মেলায় কৃষি উপকরন হারভেস্টোর মেশিনসহ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও এক জমিতে চার ফসল ফলানোর পদ্ধতি শিখানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com