মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

গাজীপুরে যুবদলের ঝাড়ু মিছিল

গাজীপুর প্রতিনিধিঃ তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করায় বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাওনা চৌরাস্তায় সংবাদ সম্মেলন করে কমিটি প্রত্যাখ্যান করে নেতাদের প্রতিহত করার ঘোষণা দেন তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতু এলাকায় ঝাড়ু মিছিল বের করেন।

যুবদলের সভাপতি প্রার্থী সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সরকার জানান, বিগত সরকার বিরোধী অন্দোলন ও বেগম জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে তিনি রাজপথে আন্দোলন করে যাচ্ছেন। এতে ক্ষমতাসীন দলের রোষানলে পরে হামলা-মামলা ও কারাবরণ করতে হয়েছে একাধিকবার।

অথচ রাতের আঁধারে টাকার বিনিময়ে কাউকে না জানিয়ে বহিরাগতদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পরই বিক্ষুব্ধ হয়ে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা। শিগগির অবৈধ এ কমিটি বাতিল না করা হলে গণপদত্যাগের কথা ভাববেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রদল নেতা লিয়াকত আলী, নজরুল ইসলাম, শাহজাহান সজল, রাকিবুল হুসাইন, জিয়া, রাকিব মোড়ল, রিপন, খোকন প্রধান, শাহজাহান, জুয়েল মিয়াসহ উপজেলা ও পৌর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com