বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

গাজীপুরে বিস্ফোরণে মা-বাবাসহ দগ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

মিরন খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার (মুক্তারবাড়ী) রান্না ঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে এবং এতে ঘরের জানালা দরজা ভেঙে যায়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫), তার বাবা মোহাম্মদ ফরমান মন্ডল (৭৫) ও মা খাদিজা বেগম (৬৫)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বোর্ড বাজার (মোক্তার বাড়ি) এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে বসবাস করেন। গতকাল বিকেলে তাদের বাড়ির সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। এরপর স্থানীয় বাজার থেকে একটি নতুন সিলিন্ডার গ্যাস কিনে আনে। তবে সিলিন্ডারটি চুলায় লাগানোর পরে গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে একজন মিস্ত্রি এসে সেটি মেরামত করে রান্নাঘরে লাগিয়ে দিয়ে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে খাদিজা বেগম চুলা জ্বালাতে গেলে, ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা খাদিজা বেগম ও পাশের রুমে থাকা মিনারুল ও ফরমান মন্ডল অগ্নি দগ্ধ হন। পরিবারের বাকি সদস্যরা অন্য কক্ষে থাকায় রক্ষা পান। প্রচন্ড বিস্ফোরণে ঘরের জানালা দরজা ভেঙে যায়, পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com