শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল নানি-নাতির

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি নিহত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার বরমী-মাওনা আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা দিবাশ্বর গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী বেগম আক্তার (৫৫) ও তার নাতি ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের সাদেক হোসেনের ছেলে নাঈম (৩)।

এসআই জানান, কিশোরগঞ্জের হোসেনপুর থেকে বাবাকে দেখতে অটোরিকশায় শ্রীপুরের এমসি বাজারে আসছিলেন তারা। এ সময় বরমী-মাওনা আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও সিএনজির সাথে অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত নানি ও নাতিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com