বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো সাংবাদিকের

মিরন খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাকের চাপায় মনজুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলার কোট বাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার বাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।

মনজুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি বৈশাখী টেলিভিশন, দৈনিক যুগান্তর ও দৈনিক ইনকিলাব এ কাজ করেছেন। মিলন কাপাসিয়া প্রেসক্লাবের তিনবার সাধারণ সম্পাদক ছিলেন।

সাংবাদিকের (মিলনের) অকাল মৃত্যুতে গাজীপুর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সকাল ১০ টায় ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ডাম্পট্রাক তার মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাংবাদিক মনজুর হোসেন মিলন নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম লুৎফর কবীর বলেন, মরাদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িচালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

এদিকে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের নিহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মরহুম মঞ্জুর হোসেন মিলন সাংবাদিকতা জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিলেন স্বেচ্ছার কন্ঠে। বিভিন্ন গণমাধ্যমে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক মহলে সৎ ও সজ্জন মানুষ হিসেবে তার পরিচিত ছিল ব্যাপক।

এছাড়াও মঞ্জুর হোসেন মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন গুণগ্রাহী ও শুভকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে শোক জানিয়েছেন, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি মুজিবুর রহমান, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মাদফুল হাসান হান্নান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি বশির উদ্দিন আহমেদ কাজল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com