বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
মিরন খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুরে কম্পিউটার প্রিন্টের ব্যবসার আড়ালে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরির অভিযোগে মো. সজিবুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ আগস্ট) রাতে মহানগরীর বাসন থানার চন্দনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।
সজিবুল আলমের বাড়ি ঝিনাইদহ জেলায়। বাসন থানার গাজীপুর চৌরাস্তার চান্দনা এলাকায় ‘সাউদা অনলাইন জোন’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাকে গ্রেফতারের বিষয়টি একুশের কন্ঠ পত্রিকাকে নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
পারভেজ রানা জানান, চন্দনা চৌরাস্তা এলাকায় নাসির সুপার মার্কেটে সাউদা অনলাইন জোনে কম্পিউটার কম্পোজ, কালার প্রিন, ছবি প্রিন্ট ও বিভিন্ন ডিজাইনের প্রিন্টের ব্যবসা করেন। এর আড়ালে সজিবুল অনেকদিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরি করেন। এবং অতিরিক্ত অর্থের বিনিময় বিভিন্ন লোকের কাছে সরবরাহ করে আসছিলেন।
জাল সনদ তৈরি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১ এর একটি দল সেখানে সজীবুলের দোকানে অভিযান চালায়। এ সময় জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র তৈরীর অপরাধে সাজিবুল কে গ্রেপ্তার করেন র্যাব। এ সময় প্রতারণার কাজে ব্যবহারিত একটি জাল জাতীয়পত্রের ফটোকপি, একটি জাল এসএসসি পাশের সনদপত্র, একটি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মনিটর, একটি স্ক্যানার, একটি ইউপিএস, একটি মাউস ও একটি কি-বোর্ড উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, সজিবুলকে বাসর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে থানা থেকে জানা গেছে।