সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মিরণ খন্দকার, গাজীপুর থেকে॥ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ এর বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদে প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ৪৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (ভারপ্রাপ্ত মেয়র) আসাদুর রহমান কিরণ এর ২১ নভেম্বর ২০২১ হতে আনীত রাজস্ব ও ডিপিপি ১৫১০, ৬৬০ ও অনন্য এবং বিদ্যুৎ এর বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করার লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন গাজীপুর সিটি কর্পোরেশন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্ত কমিটিতে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্য ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া ও প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।