বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৬ জুলাই) রাত সোয়া ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার দেউলিয়া বাড়ির একটি ঝুটের গুদামে আগুনের লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় খাইরুল ইসলামের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের কয়েকটি ঝুট গুদাম ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জয়দেবপুরের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।