বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নওগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিরচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো চারজন।
নিহতের মধ্য একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এসআই নূর হোসেন জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ভৈরব হাসপাতাল ও বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।