বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টি বিদ্যালয়ে বন্যার পানি ডুকে যাওয়ায় পাঠদান অনিশ্চিত হয়ে পরেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। করোনাকালীন সময় ১৭ মাস বন্ধ থাকে স্কুল এর মধ্যে সরকার ১২ তারিখে স্কুল খোলার ঘোষনা দিয়েছে। তবে স্কুল খুললেও ১৪টি স্কুলে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান অনিশ্চিত হয়ে পরেছে। বিদ্যালয়ে শ্রেনী কক্ষে বন্যার পানি ডুকে থৈ থৈ করছে। কোন কোন বিদ্যালয়ের চারিদিকে পানি রাস্তা ঘাট, স্কুলের মাঠ, টয়লেট, ওয়াশরুম তলিয়ে যাওয়ায় এতে ভোগান্তিতে পড়ছেন ওই সব স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অভিভাবক সজল মাহমুদ জানান, স্কুল অনেক দিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা জিমিয়ে পড়েছে। তবে ওই সব স্কুল গুলোকে নিকটবর্তী উচুঁ স্থানে পাঠদান করলে শিক্ষার্থীরা জিমিয়ে পড়া থেকে রক্ষা পাবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জনান, আমাদের যে সব বিদ্যালয়ে বন্যার পানি প্লাবিত হয়েছে অথবা মাঠ ডুবে গেছে এবং ক্লাস রুমে ঢুকে গেছে। তবে এই সব বিদ্যালয়ে ১২ তারিখে ওপেনিং হলে শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করবে বা বিকল্প ভ্যানুতে ক্লাস করবে কি না এ বিষয়ে এখনও কোন নিদের্শনা পাইনি।