সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান ইয়াসমিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই এলাকার নুুরু উদ্দিন গং পৈত্রিক সূত্রে ৪৬ সতাংশ জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ইয়াসমিন ওই জমি জবর-দখলের চেষ্টা করছেন। গত ১০-১২ দিন আগে তিনি তার লোকজন নিয়ে ওই জমি জবর-দখল ও মাটি ভরাট করতে থাকেন। খবর পেয়ে নুরু উদ্দিন গং তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। কিন্তু ওই সাবেক ইউপি চেয়ারম্যান ও তার লোকজন রাঁতের একাধিকবার তাদের সাইনবোর্ড তোলে ফেলেন। পরে বাধ্য হয়ে নুরু উদ্দিন গং সেখানে আবারো সাইনবোর্ড টানিয়ে দেন। এ ঘটনায় নুরু উদ্দিনের ভাই আমজাদ হোসেন বাদী হয়ে রোববার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নুর উদ্দিনের ছোট ভাই আমজাদ হোসেন বলেন, ওই জমিটা আমাদের পৈত্তিক সম্পত্তি। কিন্তু ওই সাবেক চেয়ারম্যান কি মুলে দাবী করছেন? বুঝতে পারছি না। ওই জমি নিয়ে মামলাও আছে। কিন্তু তারপরও জোর-জবর দস্তিতে মাটি ভরাট করে জমি দখলের পায়তারা করছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ইয়াসিন জানান, ওই জমির মালিক আমি ওই খানে কেউ সাইনবোর্ড দিলে ফেলে দিব।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজীব সিকদার জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।