রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম শহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গত ১৬ জুন রাতে একই এলাকার হারেজ আলীর ভাড়াটিয়া স্বপন মিয়া সাংবাদিক শহিদুল ইসলামের নিকট থেকে ব্যক্তিগত মোবাইল নাম্বারটি চেয়ে নেন। এর পর ১৮ জুন থেকে বিভিন্ন সময় ইন্টারনেট এ্যাপস ব্যবহার করে তাকে গালিগালাজ করে আসছে। গত শুক্রবার সকাল ৮ টায় ওই রবি নাম্বারটিতে +৩৩১২৩৪৫৬৭৮ নাম্বার ব্যবহার করে একটি কল থেকে অজ্ঞাত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ী থেকে তুলে নিয়ে খুন করে টুকরো টুকরো করে ফেলবে বলে হুমকি প্রদান করে। এ অবস্থায় সাংবাদিক শহিদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। এঘটনায় রবিবার দুপুরে একটি সাধারণ ডায়েরি করেন ওই সাংবাদিক।
সাংবাদিক শহিদুল ইসলাম জানান, এলাকার মাদক ব্যবসা, চুরি ও ডাকাতি বন্ধের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও এ লক্ষ্য কাজ করার জন্যই অপরাধীরা আমাকে হুমকি দিচ্ছে।
কাালিয়াকৈর থানার কর্তব্যরত অফিসার এসআই মাহবুব আলম সাধারন ডাইরী দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।