editor
- ২৬ সেপ্টেম্বর, ২০২২ / ৪২৪ জন দেখেছেন
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥
গাজীপুরের কালিয়াকৈরে বাড়ইপাড়া এলাকায় গাজীপুর জেলা অটোটেম্পা মালিক সমিতির ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে বাড়ইপাড়া সিএনজি স্ট্যান্ডে নতুন অফিসের এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাড়ইপাড়া শাখার সভাপতি মোঃ শফিউদ্দিন মৃধা ও গাজীপুর জেলা অটো টেম্পো মালিক সমিতি বাড়ইপাড়া শাখার সভাপতি সিকদার বেনজির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এ সময় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা অটোটেম্পো মালিক সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন রানা, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বাড়ইপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ফিতা কেটে মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়।
Like this:
Like Loading...
Related