সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরের দাড়িয়াপুর এলাকায় প্রধান শিক্ষকের বাড়ী ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দাড়িয়াপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন পৈতৃক সূত্রে মালিক হয়ে নিজ জমিতে টিনশেড ঘর নিমার্ণ করেন। মঙ্গলবার সকালে ওই জমির মালিকানা দাবী করে একই এলাকার আবুল কালাম ও মনির হোসেনের নেতৃত্বে একদল লোক লাঠি ও দাড়ালো অস্ত্র নিয়ে ৫টি ঘর ও খুটি ভাংচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে বিবাদীগণ খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ বিষয়ে ভূক্তভোগী শিক্ষক ফিরোজ হোসেন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম জানান, ওই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সকালে আমাদের ঘরগুলো আমরাই ভেঙ্গে ফেলেছি।
কালিয়াকৈর থানার সহকারী উপ পরির্দশক ইমরান হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।