রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন এলাকা হিসেবে ঘোষণা করা হলেও চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং।বিদ্যুতের অব্যাহত ঘনঘন আসা-যাওয়ায় প্রচন্ড খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিশেষ সভায়ও চলে বিদ্যুতের লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা।
এলাকাবাসী ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি একদিকে প্রচন্ড খরতাপ, অন্যদিকে বিদ্যুতের নিয়মিত ঘন ঘন আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় জনজীবন। অব্যাহত বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠেছে কালিয়াকৈরবাসী। বিদ্যুতের লোডশেডিং থেকে বাদ পড়ছেনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী’র প্রোগ্রামও। বৃহস্পতিবার দুপুরে বনবিভাগের জমি অবৈধ দখলমুক্ত করণ, পরিবেশ দুষণ, নদী দখল, দখল রোধ কল্পে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজাম্মেল হক।
এ সময়উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ সহস্থানীয় আওয়ামীলীগ, বনবিভাগ, পল্লীবিদ্যুৎ অফিস, উপজেলা প্রশাসনের লোকজন। ওই বিশেষ সভা চলাকালীন সময়েও দুইবার বিদ্যুৎ চলে যায়। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা। ফলে ওই বিশেষ সভাটি কিছুটা সংক্ষিপ্ত করা হয়। তবে বিদ্যুতের এমন লোডশেডিংয়ের বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর স্থানীয় কালিয়াকৈর জোনাল অফিসের কর্মকর্তা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ক্রুটিকে দায়ি করছেন।
এ বিষয়ে স্থানীয় কালিয়াকৈর জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী সোলায়মান হোসেন জানান, আশুলিয়ার কবীরপুর গ্রীডে সমস্যার কারণে মন্ত্রী মহোদয়ের বিশেষ সভায় বিদ্যুৎ যাওয়া-আসা করেছে।