বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় মঙ্গলবার দুপুরে দেইয়্যু বাংলাদেশ লিমিটেড কারখানা সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে খোলা রেখে কাজ করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওই কারখানাকে ভ্রাম্যমাণ আদালত এক লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রম্যমান আদালতের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মামুনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, শিল্প পুলিশের ওসি কমরউদ্দিন সহ প্রশাসনিক কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।