সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ব্যবসায়ী নিখোঁজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকা থেকে মালামাল নিতে গিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় রোববার দুপুরে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ ব্যবসায়ী কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার রহিম প্রামানিকের ছেলে লিটন আলী (২৭)। তিনি একজন হকার ব্যবসায়ী।

নিখোঁজ ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন আলী গত বছর তিনেক আগে জীবিকার খোঁজে শেরপুরের শ্রীবর্ধী থানা এলাকায় আসেন। পরে শ্রীবর্ধী থানার মিলনবাজার এলাকার আবুমিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন এলাকায় তিলের খাজার ও পাপন ভাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত শনিবার দুপুরে তিনি ৫০-৬০ হাজার টাকা, মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকা সঙ্গে নিয়ে মালামাল নিতে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় ভাই ভাই তিলের খাজা কারখানায় যান এবং ১০ হাজার টাকা অগ্রিম জমাও দেন। এ সময় ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে তার বড় ভাই সাহাবুল প্রমানিককেও অগ্রিম টাকা দেওয়ার বিষয়টি জানায়। দুপুর ১টার দিকে লিটনের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তার বর্তমান ঠিকানাও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে একদিন পেড়িয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজের চাচাত ভাই সুমন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

নিখোঁজের চাচাত ভাই সুমন ইসলাম জানান, মোবাইলসহ লক্ষাধিক টাকা নিয়ে তিনি মালামাল নিতে চান্দরা যান। মাত্র ১০ হাজার টাকা তিলের খাজা কারখানায় অগ্রিম দিয়ে বিষয়টি বাড়িতে জানায়। বাকী টাকাসহ তাকে পাওয়া যাচ্ছেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছেন।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদশক (এসআই) শেখ ফরিদ জানান, ওই ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com