বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাচঁলক্ষী বক্তারপুর এলাকায় গরু চোরের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ভোক্তভোগী পরিবার।
আসামীরা হলেন, একই উপজেলার পাঁচলক্ষী গ্রামের গাউছ মিয়ার ছেলে ইসমাইল হোসেন, মৃত হযরত আলীর ছেলে নজরুল ইসলাম, মৃত রাহাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া, নজরুল ইসলামের ছেলে হৃদয় হোসেন।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচলক্ষী বক্তারপুর এলাকার আবুল কাশেমের ছেলে আকবর আলীর বাড়ি থেকে গত ২৪ এপ্রিল রাত ১০ টার দিকে লাল রংয়ের ১টি গাভী ও ২টি দামুড় বাছুর যার আনুমানিক মূল্য ২,৫০,০০০ টাকা। প্রতিদিনের ন্যায় গরু ৩টি গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরে ভোক্তভোগী পরিবার। ওই রাতেই প্রায় ২ টার সময় তার স্ত্রী মাফিয়া বেগম ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে গিয়ে দেখেন গরুর গোয়ালে তালা ভেঙ্গে তাদের গরুগুলো চোরি করে নিয়ে গেছেন। এসময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে গরুর পায়ের চিহ্ন দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে খোজ নিয়ে জানতে পারেন তাদের গরু গুলো ওই ৪ জন লোকে চোরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং গাজীপুর কোর্টে একটি সি.আর মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার (তদন্ত) ওসি আবুল বাশার জানান, আকবর আলী গরু চোরের ঘটনায় ৪ জনের নামে গাজীপুর কোর্টে একটি সি.আর মামলা দায়ের করেছেন।