রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া গ্রামের খানাখন্দ রাস্তাটির পরিদশন করেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
“নিজেদের টাকায় রাস্তার সংস্কারের কাজ করছে এলাকাবাসি” এমন একটি সংবাদ জানার পর সেই রাস্তাটি পরিদর্শন করতে চলে আসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এসময় তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন এবং এই অর্থবছরেই রাস্তায় মাটি ফেলে রাস্তাটি উঁচু করে পাকা করা হবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল বাবু ও আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিয়াম মাহমুদ সহএলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।