বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকায় সোমবার দুপুরে এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গত রবিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে যাওয়া ৮ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সহযোগিতায় তাদের প্রতিটি পরিবারকে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুনসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।